যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বোলিং এলেতে শনিবার একজন বন্দুকধারীর হামলায় তিনজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছে।
রকফোর্ড সিটি পুলিশ টুইটারে ডন কার্টার লেনস বোলিং এলে থেকে লোকজনকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
পুলিশ প্রধান ড্যান ওশিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার তদন্ত চলছে। আমরা তিন ব্যক্তিকে পেয়েছি যাদের নিশ্চিত মৃত্যু হয়েছে।
আরো তিনজন আহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলাকারীর উদ্দেশ্য কি ছিল তা উল্লেখ না করে পুলিশ প্রধান সন্দেহভাজন একজন তাদের হেফাজতে রয়েছে বলে জানান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায়ই এ ধরণের গুলি-হামলার ঘটনা ঘটে থাকে।