যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস আগামী ৫ই নভেম্বর ৩ দিনের এক সফরে ঢাকা আসছেন। বর্তমানে তিনি থাইল্যান্ড সফরে রয়েছেন।
ঢাকায় অবস্থানকালে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় করবেন। তিনি কক্সবাজারে সরকারি প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা নিয়ে কথা বলবেন। জানার চেষ্টা করবেন শরণার্থীরা এই মুহূর্তে কি কি সমস্যা মোকাবেলা করছেন।
৭ই নভেম্বর তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।
সূত্র:ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান