যুক্তরাষ্ট্রের ওপর ইইউ’র শুল্কারোপ কার্যকর শুক্রবার থেকে

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুক্রবার (২২ জুন) থেকে শুল্ক আরোপ কার্যকর করতে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন(ইইউ)। খবর আল জাজিরা’র।

ইইউ, কানাডা, মেক্সিকোসহ বেশ কয়েকটি দেশের ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে এ শুল্কারোপ করছে ইউরোপীয় দেশগুলোর জোট সংগঠনটি।

আল জাজিরা’র খবরে বলা হয়, বুধবার (২০ জুন) এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্কারোপ কার্যকর করার ঘোষণা দেয় ইউরোপিয়ান কমিশন।

জুনের শুরু থেকেই ইইউ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ইস্পাতের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই শুল্ক আরোপ জরুরি ছিল।

মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে ইইউ’র বাণিজ্য বিষয়ক কমিশনার সিসিলিয়া মাল্মস্টর্ম বলেন, আমরা এই অবস্থানে আসতে চাইনি। তবে ইইউ’র ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের একপাক্ষিক ও অন্যায্যভাবে শুল্ক আরোপের সিদ্ধান্তের মানে হচ্ছে, আমাদের হাতে কোন উপায় খোলা না রাখা।

ইইউ সবমিলিয়ে ৩২৪ কোটি ডলার সমমূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করবে। বেশিরভাগ পণ্য আমদানির ক্ষেত্রেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

আজকের বাজার/একেএ