সিরিয়ায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালালে দু'দেশের মধ্যে যুদ্ধের তীব্রতা বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
রাশিয়ার উর্ধবতন কর্মকর্তা এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়াকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের ক্ষেপনাস্ত্রকে লক্ষ্য করে ভূপাতিত করা হবে। বর্তমানে সিরিয়াতে রাশিয়ার সেনারা অবস্থান করছে।
বৃহস্পতিবার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বেসরকারি বৈঠকে মস্কোর রাষ্ট্রদূত ভেসেলি নেবেঞ্জিয়া বলেন, অবিলম্বে যুদ্ধের সম্ভাবনাকে দমন করাই মূল লক্ষ্য হওয়া উচিত। আন্তর্জাতিক শান্তিকে ঝুঁকির মুখে ফেলায় ওয়াশিংটনকে দায়ী করেন তিনি।
আজকের বাজার/আরজেড