ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সোমবার এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজে হামলার দাবি করেছে।
এরআগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে।
হুথি বিদ্রোহীরা ‘আমেরিকান জাহাজ লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছে’ এ কথা উল্লেখ করে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়াা সারি বলেছেন, ‘নির্দিষ্ট সংখ্যক শক্তিশালী নৌ ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়েছে।