যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্টোনিও শহরের কেন্দ্রস্থলে রোববার সন্ধ্যায় এক বন্দুক হামলায় দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।
সান অ্যান্টোনিও পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানুস সংবাদমাধ্যমকে বলেন, একটি গ্রুপের বিভিন্ন ব্যক্তির মধ্যে বিতর্কের এক পর্যায়ে একজন বন্দুক বের করে গুলি শুরু করলে হতাহতের ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান