যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় পড়েছে বাংলাদেশ। জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আফ্রিকা ও এশিয়ার ২ ব্যক্তি ও ৭টি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশি একটি সংস্থার নামও উল্লেখ করেছে সংস্থাটি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই নিষেধাজ্ঞা দেয়। ট্রেজারি’স অফিস অফ ফরেন স্টেটস কন্ট্রোলের ওয়েবসাইটে বলা হয়েছে, বৈশ্বিক সন্ত্রাসবাদের জন্য নিষেধাজ্ঞার যে তালিকা করা হয়েছে তাতে নাইজেরিয়ার আবু মুসাব আল-বার্নাবি ও সোমালিয়ার মাহাদ মোয়ালিমের নাম যুক্ত করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ, মিশর, ফিলিপাইন, সোমালিয়া, নাইজেরিয়া ও তিউনিসিয়ার ৭টি সংস্থাকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গেছে, বাংলাদেশের যে সংস্থাটিকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে, সেটিকে আইএসআইএস-বাংলাদেশ নামে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ, রাজধানী গুলশানের হলি আর্টিজেনসহ বিদেশি নাগরিক ও সংখ্যালঘুদের ওপর চালানো কয়েকটি হামলার দায় স্বীকার করে বাংলাদেশে আলোচনায় আসে জঙ্গিগোষ্ঠী আইএস। তবে সরকার এদেশে আইএসের অস্তিত্বের কথা বারবার অস্বীকার করে আসছে।
আজকের বাজার: এমআর/ ২৮ ফেব্রুয়ারি ২০১৮