যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।
ছয় ব্যাটার, দুই স্পিনার, এক অলরাউন্ডার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। লিটন দাসের সাথে বাংলাদেশের ইনিংস শুরু করবেন সৌম্য সরকার। উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন জাকের আলি।
স্পিনার  হিসেবে রাখা হয়েছে মাহেদি হাসান ও রিশাদ হোসেনকে। তাদের সাথে স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন সাকিব আল হাসান। পেস বিভাগে থাকছেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজকে আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে যেকোন ফরম্যাটে এই প্রথম যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোন ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তফিজুর রহমান, শরিফুল ইসলাম
মার্কিন যুক্তরাষ্ট্র: মোনাঙ্ক প্যাটেল (উইকেটরক্ষক/অধিনায়ক), স্টেভেন টেলর, অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জসদীপ সিং, নীতীশ কুমার, নস্টুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার (বাসস)