যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলা চালানো ও কর্মীদেরকে হুমকি প্রদানের অভিযোগ তুলেছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে।
মঙ্গলবার এক বিবৃতিতে হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ আনে। খবর বিবিসি।
বিবিসি প্রতিবেদনে হুয়াওয়ে কতৃপক্ষের বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র তাদের প্রতিষ্ঠানের নেটওয়ার্ক ব্যবস্থায় সাইবার হামলা চালিয়ে তথ্য বেহাতের চেষ্টা করছে।
এছাড়া তাদের কর্মীদেরকেও আটক করা হচ্ছে। তাদের বাড়িতে গোয়েন্দা সংস্থা এফবিআই- এর গোয়েন্দাদের পাঠিয়ে চাপ প্রয়োগ করে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করছে তারা।
তবে আনীত অভিযোগের পক্ষে কোন ধরনের প্রমান উপস্থাপন করেনি প্রতিষ্ঠানটি।
বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনেকদিন ধরেই বাণিজ্য যুদ্ধ চলছে। বাণিজ্য যুদ্ধের জেরে নিরাপত্তার অজুহাতে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে হুয়াওয়ে তাদের ওপর আনা সকল অভিযোগ অস্বীকার করেছে।
তারা পাল্টা অভিযোগ করেছে যে, তাদের ব্যবসাকে ক্ষতিগ্রস্থ করতে মার্কিন প্রশাসন সম্ভাব্য সব দিক থেকেই প্রচেষ্টা চালাচ্ছে। সূত্র: বিবিসি
আজকের বাজার/এমএইচ