যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালি পদক্ষেপ নেয়ার পরিকল্পনায় দলীয় নেতা্দের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খবর বয়েস অপ আমেরিকার।
উত্তর কোরিয়ার জন্যে নতুন পথ কি তা শিঘ্রই ঘোষণা করবেন কিনা এমন কথা বলা হচ্ছে গনমাধ্যমে। যুক্তরাস্ট্রের সঙ্গে পরমানু পরীক্ষা সীমিতকরণ আলোচনায় উত্তর কোরিয়ার সময়সীমা শেষ হওয়ার প্রেক্ষিতে যুক্তরাস্ট্রকে তারা আরো ভালো প্রস্তাব দিতে চায় এমন কথা বলা হচ্ছে।
ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার ঐ রুদ্ধদ্বার বৈঠকে সাম্রাজ্যবাদ-বিরোধী অবস্থান নেবে উত্তর কোরিয়া এমন কথা বলছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (KCNA)।
উত্তর কোরিয়া পরমানু আলোচনা বয়কট করেছে। দূরপাল্লার ক্ষেপনাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে। পরমানু অস্ত্র পরীক্ষারও ঘোষণা দিয়েছে।
এক কর্মকর্তা বলেছেন পরমানুমুক্ত করন আলোচনা অফ দা টেবিল এখন।
আজকের বাজার/লুৎফর রহমান