নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিক বাইটড্যান্স।
সিনহুয়া জানায়, রবিবার টিকটকের মালিক বাইটড্যান্স মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন।
বাইটড্যান্স এক বিবৃতিতে বলেন, ‘গত এক বছরে আমরা আন্তরিকভাবে মার্কিন সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করেছি এবং তাদের উদ্বেগের সমাধান দিয়েছি। কিন্তু মার্কিন প্রশাসন তথ্যকে অবজ্ঞা করে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অমান্য করে এবং বেসরকারি ব্যবসায়ের মধ্যে আলোচনায় নিজেদের প্রবেশ করার চেষ্টা করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আইনের শাসন যেন বিনষ্ট না হয় এবং আমাদের প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের সাথে ন্যায্য আচরণ নিশ্চিত করতে আমরা আমাদের স্বার্থ রক্ষার জন্য আনুষ্ঠানিকভাবে মামলা করব।’
৭ আগস্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের প্রতিষ্ঠানগুলোকে ৪৫ দিনের মধ্যে চীনা অ্যাপ দিয়ে ব্যবসা বন্ধ করার নির্দেশ দেয়ার পর টিকটক আমেরিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিল।
সংস্থাটি বলছে, মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশে তারা ‘হতবাক’ হয়েছেন।