যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুকদের জন্য দেশেই এসিটি পরীক্ষার ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যোগ্যপ্রার্থী বাছাই করতে সহায়ক এসিটি’র পরীক্ষা নেয়ার লক্ষ্যে সম্প্রতি এসিটি ইনকর্পোরেশনের সাথে একটি চুক্তি সই করেছে টিইউভি-এসইউডি।

চুক্তির আওতায় সারাদেশে এসিটি পরীক্ষা নিয়ন্ত্রণের পাশাপাশি, পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ভালো প্রস্তুতির লক্ষ্যে পরীক্ষা সংক্রান্ত সকল প্রোগ্রাম ও সামগ্রী সরবরাহ করবে টিইউভি-এসইউডি বাংলাদেশ। এ পদক্ষেপের ফলে দেশে এসিটি পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বৃদ্ধি পাবে।

এসিটির প্রধান বিপণন কর্মকর্তা সুজানা ডেলানঘি বলেন, “মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে, আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের এসিটি টেস্টে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে টিইউভি এসইউডি বাংলাদেশ ও এসিটি’র এই সমন্বিত উদ্যোগের অংশ হতে পেরে আমরা উচ্ছ্বসিত।’’

তিনি বলেন, ‘ক্যাম্পাসে সাফল্য পাবার লক্ষ্যে যোগ্য শিক্ষার্র্থীদের চিহিৃত করতে, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো এসিটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর নির্ভর করে। সে জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এসিটিতে ভালো নম্বর খুবই কার্যকর ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে টিইউভি-এসইউডি বাংলাদেশের প্রধান এজহিলান এন বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে এসিটি পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের যোগ্যতা প্রমাণে বড় ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রে অধ্যয়নের ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তির ভালো সম্ভাবনা রয়েছে।’’

তিনি জানান,‘‘যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীর দিক থেকে বাংলাদেশ বিশ্বে ১১তম এবং স্নাতক শিক্ষার্থীর সংখ্যায় ২৬তম। বাংলাদেশে এসিটি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে এসিটি ইন্টারকর্পোরেশনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত।”

তিনি বলেন, ‘‘এ বছরের শেষ দিকে এসিটি পরীক্ষা নিয়ন্ত্রণের কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী।’’

মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান এসিটি কলেজ ও ক্যারিয়ার প্রস্তুতি, ভর্তি সংক্রান্ত কাগজপত্র মূল্যায়নের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অন্যদিকে পরীক্ষণ, পরিদর্শন, নিরীক্ষণ, প্রশিক্ষণ, সার্টিফিকেশন ও জ্ঞান-ভিত্তিক সেবার বিশেষায়িত একটি বৈশ্বিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে টিইউভি-এসইউডি। 

এসিটি: মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান এসিটির মিশন হচ্ছে উচ্চ শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য পেতে জনগণকে সহায়তা করা। আইওয়া অঙ্গরাজ্যের আইওয়া শহরে অবস্থিত প্রধান কার্যালয় এসিটি কলেজ ও ক্যারিয়ার প্রস্তুতি, ভর্তি সংক্রন্ত কাগজপত্র মূল্যায়নের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কলেজ ও ক্যারিয়ার প্রস্তুতি, ভর্তি সংক্রন্ত কাগজপত্র মূল্যায়নের ৬০ বছরের অভিজ্ঞতা রয়েছে এসিটির। পেশাগত জীবনে সাফল্য পেতে বিভিন্ন ধরণের মৌলিক সেবা চালু করেছে এসিটি। এসিটি সর্ম্পকে আরো জানতে ভিজিট করুন www.act.org.

টিইউভি-এসইউডি: পরীক্ষণ, পরিদর্শন, নিরীক্ষণ, প্রশিক্ষণ, সার্টিফিকেশন ও নলেজ সার্ভিসের বিশেষায়িত একটি বৈশ্বিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে টিইউভি এসইউডি। ১৮৬৬ সাল থেকেই সাধারণ মানুষ, সম্পদ ও পরিবেশকে প্রযুক্তিগত ঝুঁকি থেকে রক্ষা করায় টিইউভি-এসইউডি তাদের নিজ আর্দশে অবিচল রয়েছে। জার্মানির মিউনিকে প্রধান কার্যালয়ের টিইউভি এসইউডি, বিশ্বের ১ হাজার জায়গায় নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষজ্ঞ এমন ২৪ হাজার জনের একটি দল নিয়ে বিশ্বব্যাপী কাজ করছে টিইউভি-এসইউডি। টিইউভি এসইউডি’র লক্ষ্য হচ্ছে বহুমূখী বৈশ্বিক সেবার মাধ্যমে কর্মদক্ষতা, খরচ কমানো এবং ঝুঁকি হ্রাস করা।

আজকের বাজার : এলকে/এলকে ১৩ সেপ্টেম্বর ২০১৭