যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ১২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে শুক্রবার বন্দুকধারীর গুলিতে ১২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। খবর ইউএনবি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। সন্দেহভাজন ওই হামলাকারী ব্যক্তি ভার্জিনিয়া বিচে স্থানীয় সরকারের একটি কার্যালয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেন।

ভার্জিনিয়া বিচ পুলিশের প্রধান জেমস কের্ভেরা জানান, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে সন্দেহভাজন ওই হামলাকারী সরকারি সেবা প্রতিষ্ঠানের ওই ভবনটিতে হঠাৎ নির্বিচার গুলিবর্ষণ শুরু করে। পরে পুলিশ ভবনটিতে প্রবেশ করে কর্মীদের উদ্ধার করার চেষ্টা করেন। এসময় বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করেও গুলি করতে শুরু করে। পরে পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়।

পুলিশ প্রধান বলেন, ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

পরে পুলিশ ভবনটি ঘিরে ফেলে এবং প্রতিষ্ঠানটিকে খালি করে ফেলে।

হামলাকারী একাই এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে। হামলাকারীর বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তার ঘোষণা দিয়েছেন ভার্জিনিয়ার গভর্নর রালফ নর্থাম।

হোয়াইট হাউস বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘটনাটি জানানো হয়েছে এবং তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

আজকের বাজার/এমএইচ