যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের রচেষ্টারে শনিবার সকালে ব্যাকইয়ার্ডে একটি পার্টি চলাকালে গোলাগুলিতে দু’জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। পুলিশ এ খবর জানায়।
অন্তবর্তী পুলিশ প্রধান মার্ক সিমন্স সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার পরে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পায়। প্রায় একশ’র মতো লোককে তারা বিভিন্ন দিকে দৌড়াতে দেখে। তিনি বলেন, মোট ১৬ জন হতাহত হয়েছে। এদের মধ্যে দুজন নিহত হয়েছে। নিহতদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
এদের একজন নারী ও অপর জন পুরুষ। তবে তাদের আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। আহত বাকীদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। গোলাগুলিতে ঠিক কতোজন জড়িত ছিল পুলিশ সে সম্পর্কে কিছু বলতে পারেনি।
সিমন্স বলেন, আমাদের কমিউনিটির জন্যে এ ধরণের ট্র্যাজেডি মোকাবেলা করা খুবই দুভার্গ্য ও লজ্জাজনক।