যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় স্থলভাগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ডেল্টা

হেরিকেন ডেল্টা শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা উপকূলে আঘাত হেনেছে। বাতাসের ভয়ংকর ঝাপটা এবং “প্রাণঘাতি” এই ঝড়ের তান্ডব দুই মাসেরও কম সময় আগের ভয়ংকর ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মানকারীদের তাড়িয়ে বেড়াচ্ছে।
আবহাওয়া বিভাগ জানায়, ডেল্টা এ বছর যুক্তরাষ্ট্রে আঘাত হানা দশম ঘূর্ণিঝড়।
জাতীয় হারিকেন সেন্টার জানায়, ঝড়ের তীব্রতার মাত্রায় ক্যাটাগরি ২ স্কেলের এই ঝড়টি ঘন্টায় ১০০ মাইল (১৫৫ কিলোমিটার বেগে লুইজিয়ানার ক্রিওলের কাছে উপকূলে আছড়ে পড়েছে।
মিয়ামি ভিত্তিক কেন্দ্রটি জানায়, ঝড়টি লুইজিয়ানার দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে ওই এলাকায় ৮ফুট (২.৪ মিটার) উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
এনএইচসি জানায়, ঝড়টি স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হয়ে ক্যাটাগরি ১ এ পরিণত হয়েছে। এই ঝড়ের কারণে এ অঙ্গরাজ্যে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।