ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কথা মঙ্গলবার উড়িয়ে দিয়েছেন। সৌদি তেল স্থাপনায় হামলা চালানোর জন্য ওয়াশিংটন তেহরানকে দায়ী করার পর বৈরি এ দুদেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর এএফপি’র।
তার বরাত দিয়ে সরকারি ওয়েবসাইটের খবরে বলা হয়, ‘ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ বজায় রাখার এ নীতি অর্থহীন। ইরানের সকল সরকারি কর্মকর্তা সর্বসম্মতভাবে বিশ্বাস করেন যে কোন পর্যায়েই যুক্তরাষ্ট্রের সাথে কোন আলোচনা হবে না।’