যুক্তরাষ্ট্রের হাইস্কুলে বোমা থাকার হুমকি, ২৪টি স্কুল তালাবদ্ধ

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের একটি হাইস্কুলে বোমা থাকার হুমকি দেয়া হয়েছে। পরে নিরাপত্তার স্বার্থে স্থানীয় ২৪টি স্কুল তালাবদ্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ।

দেশব্যাপী প্রতারণার অংশ হিসেবে এ হুমকি দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে জেফারসন কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র মাইক তাপলিন জানান, বৃহস্পতিবার (স্থানীয় সময়) অজ্ঞাত এক ব্যক্তি ফোনে হুমকি দেয় যে, কলাম্বাইন হাইস্কুলের ভেতর বেশ কয়েকটি বোমা এবং এক বন্দুকধারী লুকিয়ে রয়েছে। ১৯৯৯ সালে ওই স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১২ শিক্ষার্থী ও এক শিক্ষক মারা যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয় ২৪টি স্কুলে শিক্ষার্থীদের ক্লাস ছুটি ঘোষণা করে তালাবদ্ধ করে দেয়া হয়।

বোমা থাকার হুমকির পরপরই স্কুল ও আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়।

তবে তাপলিন বলেন, বিপদজনক কিছু খুঁজে পাওয়া যায়নি।

এর আগে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের সিএনএন অফিসের একটি ভবনে বোমা থাকার হুমকি দেয়া হয়। কিন্তু কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ