যুক্তরাষ্ট্রের ১০ রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এদিকে ওয়াশিংটনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত রাজ্যটিতে ১৩ জন আক্রান্ত হলেও, সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য ক্যালিফোর্নিয়া। সেখানে আক্রান্ত হয়েছেন ১৬ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ জন এবং চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন নয় জন। সর্বশেষ শনাক্তের তথ্য জানিয়েছে নিউইয়র্ক ও রোড আইল্যান্ড।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর এটি চীনের বেশ কিছু শহরে ছড়িয়ে পড়ে। বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। রোববার ভয়াবহ করোনাভাইরাসে চীনে আরও ৪২ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৯১২ জনে গিয়ে দাঁড়ালো। সর্বশেষ তথ্যমতে, ইরান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বজুড়ে করোনায় মারা গেছে ৩০৫৩ জন।
বিশ্বের ৬৭টি দেশে পোঁছে গেছে করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫ জনে এবং আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৭১ জন। বিভিন্ন দেশে ৪৫ হাজার ১৮১ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
প্রতিদিনই নতুন নতুন দেশে উপস্থিতি জানান দিচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। এমনকি করোনাভাইরাস আতঙ্কে বন্ধ রয়েছে প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর মিউজিয়ামও। গতকাল মিউজিয়ামের কর্মীরা কাজে যোগদান করতে অস্বীকৃতি জানালে সেটি বন্ধ করে দেওয়া হয়।
আজকের বাজার/আআ