যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে ৩ শিশুসহ ১০ নিহত

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া রাজ্যে শুক্রবার একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় তিন শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। পেনসিলভানিয়া পুলিশ এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এ অঙ্গরাজ্যের উত্তরপূর্বাঞ্চলীয় নেসকোপেক শহরে শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিহতদের মধ্যে পাঁচ, ছয়, ও সাত বছর বয়সের তিন শিশু রয়েছে।
আগুনের ঘটনায় প্রাণ হারানো অন্যদের বয়স ১৯ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছে।
এ অগ্নিকা-ের কবল থেকে প্রাপ্তবয়স্ক তিনজন প্রাণে বেঁচে যান।
পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে বাড়িটি একেবারে পুড়ে যায়। এ দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে সহায়তা করতে কে ৯ ইউনিট মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে পরিবেশিত ভিডিও ফুটেজে দুই তলা বিশিষ্ট এ বাড়ির দেয়াল পুড়ে আগুন আস্তে আস্তে উপরের দিকে উঠে ভবনটির অবশিষ্ট অংশ পুড়তে দেখা যায়।
অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।