যুক্তরাষ্ট্রের শিকাগো নগরীতে রোববার (৫ আগস্ট) সহিংসতায় ৪৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। খবর এএফপি’র।
রোববার শিকাগোর টহল পুলিশ প্রধান ফ্রেড ওয়ালের এক সংবাদ সম্মেলনে বলেন, কয়েকজনকে লক্ষ্য করেই গুলি চালানো হয়। সংঘবদ্ধ চক্রের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।
তিনি আরও বলেন, শিকাগো নগরী এক সংঘাতপূর্ণ রাত প্রত্যক্ষ করেছে। আমাদের রাস্তায় হয় নির্বিচারে না হয় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গুলি হামলা করা হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।
সিএনএন জানিয়েছে, মধ্যরাত থেকে দুপুর দুটা পর্যন্ত কয়েক দফায় গোলাগুলি হয়। রাত দেড়টা থেকে মাত্র কয়েক ঘন্টায় ১০ টি গোলাগুলির ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, বন্দুকধারীরা একটি শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালায়। আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশু রয়েছে।
ওয়ালের বলেন, এ বছর শিকাগোতে এ পর্যন্ত গোলাগুলির ঘটনা ৩০শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। হত্যার ঘটনা ২৫ শতাংশ কমেছে।
আজকের বাজার/একেএ