বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছার পরেও আবারো শাটডাউন হচ্ছে যুক্তরাষ্ট্রে। বন্ধ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম।
গতকাল বৃহস্পতিবার রাতে বহু নাটকীয়তার পর রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে ৭১-২৮ ভোটে পাস হয় নতুন বাজেট বিল। তবে ততক্ষণে বিল পাশের নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলে অচলাবস্থা শুরু হয়।
সরকারের অর্থ বরাদ্দ নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট একটি অস্থায়ী বাজেট প্রস্তাবে অনুমোদন দিলেও তা দ্বিতীয়বারের মত অচলাবস্থা সৃষ্টি আটকাতে পারেনি। সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন প্রশ্নে রিপাবলিকান ও ডেমোক্রাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় জানুয়ারিতে সরকারের অর্থ বরাদ্দ বিল মার্কিন সিনেটে আটকে গিয়েছিল। সূত্র বিবিসি।
যার ফলে গত ২০ জানুয়ারি থেকে ফেডারেল সরকারের কার্যক্রম অচল হয়ে পড়েছিল। যদিও তিনদিন পর ফেডারেল বাজেট নিয়ে সিনেট একটি সাময়িক চুক্তিতে উপনীত হলে ওই অচলাবস্থা কেটে যায়। কিন্তু ওই চুক্তিতে মোট ১৯ দিনের জন্য ফেডারেল বাজেট বরাদ্দে সম্মত হয়েছিলেন সিনেটরা।
৮ ফেব্রুয়ারি মধ্য রাতে যে সময় শেষ হয়ে যায় এবং এবারও মতৈক্যে পৌঁছাতে পারেননি রিপাবলিকান ও ডেমোক্রাট সিনেটররা। যে কারণে দ্বিতীয়বারের মত অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
নতুন বাজেট চুক্তি সিনেটে ৭১-২৮ ভোটে অনুমোদন পেয়েছে। যার অর্থ এটা এপর হাউজ অব রিপ্রেজেন্টেটিভে (নিম্মকক্ষ) যাবে এবং সেখানে ভোট হবে।