আগামী কয়েকদিনে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।
তিনি বলেন, টেক্সাস, ফ্লোরিডা, অ্যারিজোনাসহ অন্যান্য অঙ্গরাজ্যে করোনার প্রকোপ আরো বাড়বে। লকডাউন শিথিলের পর যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে নতুন করে সংক্রমণ বেড়েছে। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণ জনগোষ্ঠী।
সম্প্রতি ওকলাহোমায় নির্বাচনি প্রচারে করোনার টেস্ট কমানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফাউচি জানিয়েছেন, এই বিষয়ে কোন নির্দেশ দেয়া হয়নি। বরং পরীক্ষার হার আরো বাড়াতে হবে।