যুক্তরাষ্ট্রে সোমবার প্রতিদিনের হিসাবে করোনাভাইরাসে আক্রান্তের আগের সব রেকর্ড ভঙ্গ হয়েছে। এ দিন দেশটিতে প্রায় ১৫ লাখ মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।
সোমবার দেশটিতে মোট ১৪ লাখ ৮১ হাজার ৩৭৫ জন এ ভাইরাসে আক্রান্ত ও এক হাজার ৯০৪ জনের মৃত্যু হয়েছে। এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বব্যাপী এক দিনে আক্রান্ত হওয়ার এটি নতুন রেকর্ড।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ৫২ লাখ ৭০ হাজারের বেশি মানুষের দেহে কোভিড-১৯ সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড হয়েছে।
ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের হার অনেক বেড়ে গেছে। সর্বশেষ এমন পরিস্থিতির কারণে দেশটিতে হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা রেকর্ড সংখ্যক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে স্বাস্থ্য সেবা কর্মীর চরম ঘাটতি পড়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে সাড়ে ১৮ হাজারেরও বেশি রোগি নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছে। ২০২০ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) হিসাব রাখা শুরু করার পর থেকে এটি একটি নতুন রেকর্ড।