যুক্তরাষ্ট্রে একসঙ্গে ৫ সন্তানের জন্ম

যুক্তরাষ্ট্রে বসবাসকারী দম্পতি জ্যামি ও স্কাইলার ঘরে এক সঙ্গে আসলো ৫ অতিথি। জমজ সন্তান জন্মদানের ঘটনা খুব স্বাভাবিক হলেও এক সঙ্গে ৫ সন্তানের জন্মের ঘটনা একটু ব্যতিক্রম বটে।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে জন্ম হয় জ্যামি ও স্কাইলারের দুই ছেলে ও তিন মেয়ে। সেদিন নতুন ভাই-বোনদের দেখতে হাসপাতালে ছুটে যায় জ্যামির বড় দুই ছেলেও।

যদিও এই দম্পতির ঘরে ১২ ও ৭ বছর বয়সী দুটি ছেলে আছে। অনেক বছর ধরে আরেকটি সন্তানের জন্য চেষ্টা করছিলেন তারা।

অবশেষে দীর্ঘ পাঁচ বছর চেষ্টার পর সুখবর পেলেন, তৃতীয়বারের মতো বাবা-মা হতে যাচ্ছেন তারা। কিন্তু একটি, দুটি নয়; পাঁচ সন্তান এসেছে তাদের পরিবারে।

জ্যামি বলেন, ‘ওই দিন আমার দুই ছেলেকে যতটা খুশি হতে দেখেছি, এমন খুশি আমি ওদের এর আগে কখনো হতে দেখিনি।’

জ্যামি ও স্কাইলারের একসঙ্গে জন্ম নেওয়া ওই পাঁচ সন্তানের বয়স এখন ১১ সপ্তাহ। তারা পাঁচজনই বেশ সুস্থ-সবলভাবে জন্ম নিয়েছেন। তাদের মা জ্যামিও বেশ সুস্থ আছেন।

আজকের বাজার/আরআইএস