যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করেছে বেক্সিমকো ফার্মা

যুক্তরাষ্ট্রে মেথোকার্বামল (৫০০ মি.গ্রা. ও ৭০০ মি.গ্রা.) রপ্তানি শুরু করেছে দেশের নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। এই ওষুধের প্রথম চালানটি চলতি মসের ২১ এপ্রিল পাঠানো হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজার যুক্তরাষ্ট্রে এটা বেক্সিমকো ফার্মার তৃতীয় ওষুধ। এর আগে ২০১৬ সালের আগস্ট মাসে কার্ভেডিলল এবং ২০১৭ সালের নভেম্বর মাসে সোটালল নামের ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে কোম্পানিটি।

মেথোকার্বামল অক্সিলিয়াম ফার্মাসিউটিক্যালস এর মাসেল রিলাক্সেনট ওষুধ রবাক্সিন এর জেনেরিক সমতুল্য।

আইকিউভিআইএ এর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে মেথোকার্বামল এর বাজার প্রায় ২৩.৩৭ মিলিয়ন ইউএস ডলার।

রাসেল/