যুক্তরাষ্ট্রের মাটিতে শনিবার করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আতংকিত না হতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনের কিং কাউন্টিতে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫০ বছর। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিশ্বের যেসব দেশে ব্যাপকভাবে করোনা ছড়িয়েছে সেসব দেশের সঙ্গে তার সংশ্লিষ্টতার কোন তথ্য পাওয়া যায়নি। ওয়াশিংটন রাজ্যের গর্ভণর জে ইন্সলি এক বিবৃতিতে বলেছেন, ‘ওয়াশিংটনের একজন করোনাভাইরাসে মারা গেছে। তাই আজ আমাদের জন্যে এক শোকের দিন।’
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে এ ধরণের ঘটনা আরো ঘটতে পারে। কিন্তু আমাদের দেশ যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। তিনি সংবাদ মাধ্যম, রজনীতিবিদসহ সকলের প্রতি আতংক ছড়ায় এমন কিছু করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প আরো বলেছেন, সোমবার তিনি হোয়াইট হাউসে বড় বড় ঔষধ কোম্পানীর নেতৃবৃন্দকে ডাকবেন। তাদের সাথে চিকিৎসা ও ভ্যাকসিন তৈরির বিষয় নিয়ে আলোচনা করবেন। এদিকে সংবাদ মাধ্যমে বলা হয়েছে, দেশটিতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন স্বাস্থ্য কর্মী। নার্সিংহোম থেকেই ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান