যুক্তরাষ্ট্রে শুক্রবার দিন শেষে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম কোন একক দেশে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়ালো। এটি একটি নতুন রেকর্ড। জনস হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।
মার্চের শেষের দিক থেকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে দেখা যায়। যুক্তরাষ্ট্রের এ আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী সরকারিভাবে ঘোষিত মোট সংখ্যার এক-তৃতীয়াংশ। দেশটিতে প্রতিদিন মানুষ যে হারে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে তাতে দেশটির আক্রান্তের সংখ্যা পুরো ইউরোপকে ছাড়িয়ে যাওয়ার হুমকির পথে রয়েছে। ইউরোপের দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।