যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শনিবার ২৫ ছাড়িয়ে গেছে। এদিকে কোভিড-১৯ ভাইরাসে বিশ্বের সবচেয়ে পর্যুদস্ত এ দেশের বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ২১৩০ টা) বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৫ লাখ ৪১৯ জনে দাঁড়িয়েছে।
২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৪৩ হাজার ১২১ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারিতে এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে শনিবার করোনাভাইরাসে নতুন করে আরো ৫০২ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে মোট মোট ১ লাখ ২৫ হাজার ৪৮০ জনে দাঁড়ালো। এ সংখ্যা বিশ্বের মোট মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ। কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মৃতের মোট সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ছাড়িয়ে গেছে।
ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলিনা ও নেভাদায় প্রাত্যহিক হিসাবে করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে শনিবার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
২৪ ঘণ্টায় ফ্লোরিড়ায় ৯ হাজার ৫৮৫ জন আক্রান্ত হয়েছে। এ অঙ্গরাজ্যের লকডাউন দ্রুত শিথিল করায় তরুণদের সমুদ্র সৈকত ও বারে ভিড় জমানোর পর সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে বিশেষকরে দেশটির দক্ষিণ ও পশ্চিমে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। করোনার কারণে মুখ থুবড়ে পড়া অর্থনীতির চাকা গতিশীল করতে লকডাউন শিথিল করার পর এসব রাজ্যে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে।
টেক্সাস ও ফ্লোরিডায় বারের ক্ষেত্রে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।