যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে

A healthcare worker tends to a patient in the Covid-19 Unit at United Memorial Medical Center in Houston, Texas, July 2, 2020. - Despite its renowned medical center with the largest agglomeration of hospitals and research laboratories in the world, Houston is on the verge of being overwhelmed by cases of coronavirus exploding in Texas. (Photo by Mark Felix / AFP) / RESTRICTED TO EDITORIAL USE TO GO WITH AFP STORY by Julia Benarrous: "Covid-19: Houston's hospital system underwater" (Photo by MARK FELIX/AFP via Getty Images)

যুক্তরাষ্ট্রে বুধবার ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ২৬৭ জন প্রাণ হারিয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রান্ত প্রথম মৃত্যুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা দেড় লাখের সর্বোচ্চ মাইল ফলক ছাড়িয়ে গেল।
স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় বৃহস্পতিবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারি ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৮ হাজার ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫০ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪ লাখ ছাড়িয়ে গেছে।
বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী এ দেশে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে, বিশেষকরে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।
এতে এ দুই অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে। এসব অঞ্চলে বর্তমানে মাস্ক পরার ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে এবং করোনার বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ জোরদার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার পর মৃত্যু হার বেড়ে গেছে বলে বিজ্ঞানীরা অভিমত ব্যক্ত করেছেন।
জুনের শেষের দিকে যুক্তরাষ্ট্রে প্রতিদিনের মৃত্যু সংখ্যা ৫শ’র ঘরে মেনে এসেছিল। গত কয়েকদিন প্রাত্যহিক মৃত্যু ফের ১ হাজার ছাড়িয়ে যেতে দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য ফ্লোরিডা বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনায় নতুন করে ২১৬ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৩শ’ ছাড়িয়ে গেল।