মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা মঙ্গলবার আট লাখ ছাড়িয়ে গেছে। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
মৃতের এ সংখ্যা নর্থ ডাকোটা ও আলাস্কাসহ বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি।
অতি কার্যকর ভ্যাকসিন দেয়া সত্ত্বেও ২০২১ সালে প্রায় সাড়ে চার লাখ মানুষের মৃত্যু ঘটেছে। আর এ ভ্যাকসিন ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম অনুমোদন দেয়া হয় এবং বসন্তকালে তা ব্যাপকভাবে পাওয়া যায়।
করোনাভাইরাসে যাদের মৃত্যু ঘটেছে তাদের বেশির ভাগই ভ্যাকসিন গ্রহণ করেননি।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘করোনাভাইরাসের কারণে আট লাখ মার্কিন নাগরিকের মৃত্যুর মর্মান্তিক মাইলফলক পালন করার সময় আমরা প্রত্যেক ব্যক্তিকে স্মরণ এবং তাদের রেখে যাওয়া পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করি।’
সরকারি উপাত্ত অনুযায়ী, যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের তুলনায় যারা সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণ করেননি তাদের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি ছিল ১৪ গুন বেশি। গত সেপ্টেম্বরে করা সর্বশেষ বিশ্লেষণ থেকে এমন ধারণা পাওয়া যায়।