যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৬২ হাজারেরও বেশি লোক।
জনস হপকিন্স ইউনিভার্সিটির রোববারের তথ্য থেকে এ কথা জানা গেছে।
দেশটিতে রোববার সকাল পর্যন্ত ৫ লাখ ৬০৩ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ৬২ হাজার ৪৪১ জন মারা গেছে। এ সংখ্যা বিশ্বে সর্বোচ্চ।
এদিকে করোনা প্রতিরোধে নেয়া ট্রাম্পের পদক্ষেপে অসন্তুষ্ট অধিকাংশ ভোটার। জনমত জরিপে এমনটাই দেখা যাচ্ছে।
এ প্রেক্ষাপটে রোববার ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন টুইট করে
বলেছেন, যুক্তরাষ্ট্রে কোভিড- ১৯ এ আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। এ সংখ্যা মনে তোলপাড় হয় এবং হৃদয়কে ভেঙে দেয়।
এদিকে নতুন অর্থনৈতিক প্রনোদনা প্যাকেজের বিষয়ে আইনপ্রণেতারা একমত
হতে ব্যর্থ হলে ট্রাম্প শনিবার আমেরিকানদের আর্থিক সহায়তার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।