যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবার ৮০ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির চলতি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৮০ লাখ ৮ হাজার ৪০২ জনে দাঁড়িয়েছে। বিশ্বে এ সংখ্যা সর্বোচ্চ। এদিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লাখে। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলের আক্রান্তের সংখ্যা ৫১ লাখ।
এদিকে যুক্তরাষ্ট্রে ২ লাখ ১৮ হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। দেশটির মৃতের এ সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ।