যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১০ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে আরও ১০ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। সবমিলিয়ে দেশটিতে বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা এখন ১৬৬।

১৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার, মারা যান মোহাম্মদ রায়হান নামের ২৬ বছরের এক তরুণ। তার বাবা মাহতাব উদ্দিনসহ পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে চিকিৎসা নিয়ে তারা সুস্থও হয়ে উঠছেন। একইদিন মারা গেছেন নিউইয়র্ক বাংলাদেশ পূজা সমিতির সহ-সভাপতি গোপাল দত্ত।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারিতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেড়শ’র বেশি ছিলেন নিউইয়র্কের বাসিন্দা। বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় থাকতেন। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অনেক বাংলাদেশি।