যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ১০ হাজার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে সোমবার করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ পার হয়ে গেছে। মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ১৩ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৭ মে মৃতের সংখ্যা এক লাখ এবং ২২ সেপ্টেম্বর দুই লাখে পৌঁছে।
উল্লেখ্য, বিশে^ সংক্রমণ ও মৃত্যু দুটোই এখনও যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি।