যুক্তরাষ্ট্রে বুধবার মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ৬৭ হাজার ৬৩২ জন আক্রান্ত হয়েছে। এটি দেশটিতে ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড।
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র।
বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে গত জুনের শেষের দিক থেকে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।
গত ১০ দিন ধরে যুক্তরাষ্ট্রে প্রতি ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার থেকে ৬৫ হাজারের মধ্যে থাকতে দেখা যাচ্ছে।