যুক্তরাষ্ট্রে করোনায় শুক্রবার ১,২৫৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে শুক্রবার ১ হাজার ২৫৮ জন মারা গেছে, এই সংখ্যা প্রায় তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে কম । জনস হপকিনস ইউনিভার্সিটি এ কথা জানায়।
বাল্টিমোর ভিত্তিক বিশ্ববিদ্যালয়টি জানায়, ২৪ ঘন্টার হিসাবে নতুন করে মৃতের সংখ্যাসহ দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫১ হাজার ১৭ জন।
করোনায় মুত্যু এবং শনাক্ত হওয়া রোগীর সংখ্যায় বিশ্বে এই মহামারিতে যুক্তরাষ্ট্র সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
করোনায় মৃতের সংখ্যা বৃহস্পতিবারের ৩ হাজার ১৭৬ জন থেকে ব্যাপক কমে আসায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে আসায় দেশে মহামারির দাপট কমে আসছে।