যুক্তরাষ্ট্রে করোনায় আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নিউইয়র্কের এবং একজন নিউজার্সির বাসিন্দা।
এতে দেশটির পাঁচ রাজ্যে মোট ২০৬ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হলো।
সোমবার করোনায় যারা মারা গেছেন তারা হলেন, ব্রুকলিনের বাসিন্দা এরশাদ উল্লাহ ও মুজাফফর ইসলাম। ওজন পার্কের বাসিন্দা মইজ উদ্দিন ও নিউজার্সির পেটারসন শহরের মোহাম্মদ মোসাববির আলী। করোনায় মৃতদের ১৮৮ জনই নিউইয়র্কের।
এছাড়া, নিউজার্সির ৭, মিশিগান ৬, ভার্জিনিয়া ৩ এবং দুইজন মেরিল্যান্ডের বাসিন্দা। এর আগে রবিবারও দেশটিতে তিন বাংলাদেশি মারা যান।