যুক্তরাষ্ট্রে করোনায় ২০৬ বাংলাদেশির মৃত্যু

NEW YORK, NY - APRIL 15: Medical workers work a night shift outside of a special coronavirus intake area at Maimonides Medical Center on April 15, 2020 in the Borough Park neighborhood of the Brooklyn borough of New York City. Hospitals in New York City, which have been especially hard hit by the coronavirus, are still struggling with an influx of COVID-19 cases. (Photo by Spencer Platt/Getty Images

যুক্তরাষ্ট্রে করোনায় আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নিউইয়র্কের এবং একজন নিউজার্সির বাসিন্দা।
এতে দেশটির পাঁচ রাজ্যে মোট ২০৬ অভিবাসী বাংলাদেশির মৃত্যু হলো।

সোমবার করোনায় যারা মারা গেছেন তারা হলেন, ব্রুকলিনের বাসিন্দা এরশাদ উল্লাহ ও মুজাফফর ইসলাম। ওজন পার্কের বাসিন্দা মইজ উদ্দিন ও নিউজার্সির পেটারসন শহরের মোহাম্মদ মোসাববির আলী। করোনায় মৃতদের ১৮৮ জনই নিউইয়র্কের।

এছাড়া, নিউজার্সির ৭, মিশিগান ৬, ভার্জিনিয়া ৩ এবং দুইজন মেরিল্যান্ডের বাসিন্দা। এর আগে রবিবারও দেশটিতে তিন বাংলাদেশি মারা যান।