যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরো ১ হাজার ২৩৭ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮,৭৩০ জন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির শনিবারের হিসাব থেকে এ কথা জানা গেছে।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায়। দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৬৮২ জন।