যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১,৮৯১ জনের মুত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৬৬৪ জন।জন্স হপকিনস ইউনিভার্সিটি শনিবার এ কথা জানায়।
বাল্টিমোর ভিত্তিক এই বিশ্ববিদ্যালয় জানায়, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে টেস্টে শনাক্ত হওয়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩২ হাজার ১৯৭ জন।এই সংখ্যা বিশ্বের যে কোন দেশের চেয়ে বেশী।
শনিবার পর্যন্ত ইউরোপে করোনাভাইরাসে মোট মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে, যা বিশ্বে করোনায় মোট মৃত্যুর দুই তৃতীয়াংশ। বিশ্বে করোনায় মোট মৃত্যুর সংখ্যা প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫৩৯ জন।