যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিনস ইউনিভার্সিটির নিয়মিত পরিসংখ্যানে শুক্রবার এ কথা জানানো হয়। এতে বলা হয়,যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত (গ্রীনিচ মান টাইম ২২০০) ১০০,৭১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে, এদের মধ্যে ১,৫৪৪ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে নিউইয়র্কে , মোট আক্রান্তদের প্রায় অর্ধেকই এখানে। নিউইয়র্কের হাসপাতালগুলো এই ভয়ানক পরিস্থিতি সামলাতে নাজুক অবস্থার মধ্যে রয়েছে।

যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া আক্রান্ত রোগীদের সংখ্যা আক্রান্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালির চেয়ে ১৫,০০০ এবং প্রথম অবস্থানে থাকা চীনের চেয়ে ২০,০০০ বেশী। যুক্তরাষ্ট্রের আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১.৫ শতাংশ,তুলনামূলকভাবে ইতালিতে এই মৃত্যুর হার প্রায় ১০.৫ শতাংশ।
আরো ব্যাপক টেস্ট হলে আক্রান্তের সংখ্যা বাড়লে এই মৃত্যুহার কমতে পারে, এটি পরিস্থিতির ওপর নির্ভর করে। নিউইয়র্কে করোনায় ৫০০ বেশী লোক মারা গেছে, এখানকার হাসপাতালগুলোতে বেড, পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট ও ভেন্টিলেটরের চরম সংকট দেখা দিয়েছে।   তথ্য- বাসস

আজকের বাজার/শারমিন আক্তার