যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ৫০ বছরের পুরনো একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। জর্জিয়ার স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
বিধ্বস্ত হওয়া ডব্লিউ সি-১৩০ উড়োজাহাজটি এয়ার ন্যাশনাল গার্ডে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো।
ব্রিগেডিয়ার জেনারেল ইসাবেলে রিভেরা সিএনএন'কে বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় ৯ জন মারা গেছেন। নিহতদের পরিবারের কথা চিন্তা করে এখনই আমরা তাদের নাম প্রকাশ করছি না।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় বিকট শব্দ করে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
আরএম/