যুক্তরাষ্ট্রে কোভিড মোকাবেলায় প্রেসিডেন্টের ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা: হ্যারিস

সিনেটর কমলা হ্যারিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে কোভিড-১৯ মোকাবেলাকে যে কোন মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন।

বুধবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাথে বিতর্ককালে হ্যারিস এ মন্তব্য করেন।
এদিকে পেন্সও ট্রাম্পের বিশ্বাসযোগ্যতার ওপর আক্রমণের মধ্যদিয়ে ভবিষ্যতের করোনা ভ্যাকসিন নিয়ে জনসাধারণের আস্থা হ্রাস করার জন্য কমলা হ্যারিসকে দায়ী করেন।

মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস বলেন, আমেরিকান জনগণ প্রত্যক্ষ করেছে আমাদের দেশের যে কোন প্রেসিডেন্ট প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা কি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৫ লাখেরও বেশি মানুষ।
বিশ্বের সংক্রমণ ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি।