যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনায় ১,৯২০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস সংক্রমণে ১,৯২০ জনের মৃত্যু হয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটি শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (গ্রীনিচ মান সময় রোববার ০০৩০) প্রকাশিত সর্বশেষ হিসাবে এ কথা জানায়।

এতে বলা হয়, পূর্ববর্তী দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। এদিন মৃত্যুর সংখ্যা ছিল ২,১০৮ জন। এই মহামারিতে দেশটিতে মোট ২০,৫০৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বিশ্বের অন্য যে কোন দেশের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫২৭,১১১ জন। একক দেশ হিসেবে এই সংখ্যা বিশ্বের অন্য যে কোন দেশের চেয়ে বেশি। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান