যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উতাহ রাজ্যের ব্রিস ক্যানিওন ন্যাশনাল পার্কের কাছে শুক্রবার চীনের পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত ও সর্বোচ্চ ১৫ জন মারাত্মকভাবে আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
উতাহ হাইওয়ে পেট্রল জানায়, পার্কে প্রবেশ পথ থেকে প্রায় সাত মাইল দুরে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী গাড়ি যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে তাই জরুরি ভিত্তিতে রাস্তাটিতে অন্য যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
তারা জানায়, বিখ্যাত এ পার্ক দেখতে যাওয়ার সময় ওই বাসে চালকসহ মোট ৩০ জন যাত্রী ছিল।
টুইটার বার্তায় হাইওয়ে পেট্রল জানায়, ‘মর্মান্তিক এ দুর্ঘটনায় চারজন নিহত এবং ১২-১৫ জন মারাত্মকভাবে আহত হয়েছে। এতে আরো ১০ জন সামান্য আহত হয়েছে।’
এ দুর্ঘটনার ব্যাপারে ওয়াশিংটনে চীনের দূতাবাস টুইটার বার্তায় জানায়, তারা এ ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়েছে এবং দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের সহযোগিতায় কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছে।
উতাহ গভর্নর গ্যারি হার্ট এ মর্মান্তিক ঘটনায় দু:খ ও শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, প্রতি বছর প্রায় ১৫ লাখ পর্যটক যুক্তরাষ্ট্রের এ পার্ক দেখতে আসেন।