যুক্তরাষ্ট্রে একটি জেট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন।
বুধবার অনুশীলনের সময় ফ্লোরিডার কি ওয়েস্টে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী।
বিবৃতিতে দেশটির নৌবাহিনী বলছে, বৈমানিক এবং অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তাকে পানি থেকে উদ্ধার করা হয়। তারা দুই সিটের এফ/এ-১৮এফ সুপার হর্নেট জেট বিমানে অনুশীলন করছিল।অনুশীলনকালে এ ঘটনা ঘটে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজকের বাজার/আরজেড