যুক্তরাষ্ট্রে টিকা প্রয়োগে মাইলফলক

করোনা ভাইরাসে পর্যুদস্ত যুক্তরাষ্ট্রে টিকা প্রয়োগে মাইলফলক তৈরি হয়েছে। দেশটির বয়স্ক নাগরিকের অর্ধেক অন্তত টিকার একটি ডোজ গ্রহণ করেছে।
এদিকে সোমবার থেকে দেশটির ১৮ বছরের বেশি বয়সীরাও টিকা নেয়া শুরু করতে পারবে।
আমেরিকার এই ইতিবাচক খবর এমন এক সময় এসেছে যখন ইউরোপের কয়েকটি দেশ নিষেধাজ্ঞা শিথিল করছে। এছাড়া অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড কোয়ারেন্টিনমুক্ত ভ্রমন শুরু করতে যাচ্ছে।
আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) রোববার বলেছে, দেশটির ১৮ থেকে তার বেশি বয়সী প্রায় ১৩ কোটি লোক টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছে যা বয়স্ক জনসংখ্যার ৫০.৪ শতাংশ।
এদিকে টিকা প্রয়োগে আমেরিকা বিশ্বে নেতৃস্থানীয় অবস্থানে থাকলেও সম্প্রতি দেশটিতে প্রতিদিনের সংক্রমণ ধারা উর্ধ্বমুখী। এ প্রেক্ষিতে দেশটির সংক্রমণ বিষয়ক শীর্ষ রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, আমেরিকার পরিস্থিতি এখনও অনিশ্চিত।
উল্লেখ্য, ২০১৯ সালে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত ৩০ লাখেরও বেশি লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে অন্তত ১৪ কোটি লোক।
বিশ্বজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে এবং বিশ্ব অর্থনীতি পর্যুদস্ত হয়ে পড়েছে।