যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে ১৭জনের মৃত্যু,জীবনযাত্রা বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় রাজ্যগুলোতে তুষার ঝড়ে  জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে  এ পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাতিল করা  হয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সিসহ বিভিন্ন রাজ্যের চার হাজারের বেশি ফ্লাইট।

ভারী তুষারপাতের কারণে নিউইয়র্ক , জর্জিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়াসহ বেশ কয়েকটি রাজ্যে  জারি করা হয়েছে জরুরি অবস্থা।

নতুন বছরের প্রথম প্রহরে শুরু হাড় কাঁপানো শৈত্যপ্রবাহের অবনতি ঘটে বৃহস্পতিবার  ভোরে। হিমাঙ্কের নিচে তাপমাত্রার সঙ্গে যোগ হয় ৫০ থেকে ৬০ মাইল বেগে প্রবাহিত তুষার ঝড়, যাকে স্থানীয়ভাবে ‘বোমা সাইক্লোন’ বলা হচ্ছে।ফ্লোরিডাসহ বহু এলাকায় স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে  কর্তৃপক্ষ।

আজকের বাজার:এসএস/৬জানুয়ারি ২০১৮