যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিশুসহ ছয়জন নিহত হয়েছে বলে জানা গেছে। হামলাকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, তিন বছর বয়সী এক শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলাকালে হঠাৎই এক ব্যক্তি এলোপাতারি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় ওই শিশুটিসহ ৯ জন আহত হয়। ৩০ বছর বয়সী ঐ হামলাকারীর নাম টিমি কিনার।
গত শুক্রবার ঐ ব্যক্তিকে খারাপ আচরণের জন্য অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ছেড়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে প্রতিশোধ নিতেই ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দাদের ওপর হামলা চালিয়েছে টিমি কিনার। এই হামলার সঙ্গে অন্য কোন যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে এফবিআই। তবে প্রাথমিকভাবে পুলিশ ঘটনার সঙ্গে হেইট ক্রাইমের কোন সম্পৃক্ততা খুঁজে পায়নি।
আরজেড/