যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩ হাজার ৭৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার জন্স হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য থেকে এ কথা জানা গেছে।
যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে মোট সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৩৬ হাজার ৭শ ৬৪ জনে।
দেশটিতে নতুন করে মারা গেছে আরো ২৫২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৯ হাজার ৬৫৭ জন।
গত তিন দিনের প্রতিদিনই দেশটিতে সংক্রমণ রেকর্ড ভেঙেছে। শুক্রবার সবচেয়ে বেশি সংখ্যক ৫৭ হাজার ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
বিশ্বে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ও মৃত্যু দু’টোই সবচেয়ে বেশি।