যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আলাবামা প্রদেশের এক নৌ-ঘাটে আগুন লেগে আট জনের মৃত্যু হয়েছে। স্থানীয় দমকল প্রধান সোমবার এ কথা জানায়। আলাবামা প্রদেশের স্কটসবোরো শহরের দমকল প্রধান জেনি নেকলাউস আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। নেকলাউস এর আগে আট ব্যক্তি নিখোঁজের কথা জানিয়েছিলেন।রোববার মধ্যরাতের এ অগ্নিকান্ডে আগুন লেগে ৩৫টি নৌকা পুড়ে গেছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান